Monday, April 25, 2011

টরেন্ট ফাইল ডাউনলোড করুন IDM দিয়ে।

প্রতিনিয়তই আমরা টরেন্ট থেকে কিছু না কিছু ডাউনলোড করছি।যেহেতু টরেন্ট ফাইল ডাউনলোড SEED এবং PEER এর উপর নির্ভর করে তাই ডাউনলোডের সময় HTTP ফাইল ডাউনলোডের চেয়ে অনেক বেশি সময় লাগে(স্পীড ভেরি করে)।সাধারণত 10-20 MB এর ফাইল হলে তেমন কোন সমস্যা হয় না।কিন্তু একটু বড় সাইজের ফাইল ডাউনলোডের সময় বিরক্তির শেষ থাকে না।
আর তাই http://www.torrific.com সাইটের মধ্যমে আপনি টরেন্ট ফাইল লিচ করে IDM বা অন্য কোন HTTP ডাউনলোড ম্যানেজার দিয়ে খুব সহজেই দ্রুত টরেন্ট ফাইল ডাউনলোড করতে পারবেন আর এতে রিজিউম সুবিধাও রয়েছে।
প্রথমে http://www.torrific.com সাইটে গিয়ে রেজিস্ট্রেশন(সাইন আপ) করুন।তারপর কোন ফাইল ডাউনলোডের জন্য নিচের স্ক্রীনশটগুলো অনুসরণ করুন।

Photobucket



Photobucket



Photobucket



Photobucket

No comments:

Post a Comment