Monday, April 25, 2011

আমার কিছু ফেবারিট গান,পর্ব-১।

প্রতিদিনই আমরা গান শুনি।এর মধ্যে কিছু গান থাকে যা বার বার শুনতে ইচ্ছা করে।আমারও এমন কিছু ফেবারিট গান আছে যেগুলো আপনাদের কাছে শেয়ার করলাম।আশা করি আপনাদেরও ভালো লাগবে।ডাউনলোডের সুবিধার জন্য আমি প্রতিবার ১০টি করে গান .zip আকারে আপনাদের সাথে শেয়ার করবো। ধন্যবাদ।

১০টি গানের লিস্ট-

১। আমি খোলা জানালা
২।আর্টসেল-ধুসর সময়
৩।আর্টসেল-কাণ্ডারী হুশিয়ার
৪। আর্টসেল-এই বৃষ্টি ভেজা রাতে
৫। আর্টসেল-দুক্ষ বিলাস
৬। আর্টসেল-পথচলা
৭। অর্থহীন-আলো
৮। অর্থহীন-চাইতে পারো
৯। একটাই তুমি
১০। টি.ডব্লিউ সৈনিক-তুমি আমার ঘুম

ডাউনলোড লিংক-


No comments:

Post a Comment